স্বামী-সন্তানকে জিম্মি করে কক্সবাজারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের রুহুলার ডেইল ঘোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মেহেদী হাসান বাবু ওরফে গুন্ডিয়া (২৫) মামলার দুই নম্বর আসামি। তিনি কক্সবাজার শহরের বাহারছড়ার আবুল কাশেমের ছেলে। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। আলোচিত এই মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২২ ডিসেম্বর রাতে স্বামী-সন্তানকে জিম্মি করে কক্সবাজার শহরের জিয়া গেস্ট ইন ও সৈকত পোস্ট অফিসের পেছনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পরে ওই নারীর স্বামী চারজনের নাম উল্লেখ করে এবং আরও তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।