জাতীয়

কক্সবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

(Last Updated On: )

কক্সবাজারের রামুতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখিল গ্রামে এই ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়ায় দুই শিশু স্থানীয় শাহ আলমের ছেলে আশিকুর রহমান (৭) ও আব্দুল কাদেরের ছেলে শহিদুল্লাহ (৭)।

জানা গেছে, আজ বেলা ১১টায় বাড়ির পাশের মসজিদের পুকুরে গোসল করতে নামে আশিক ও শহিদুল্লাহ। সাঁতার না জানা ওই দুইশিশু একপর্যায়ে ডুবে যায়। ৩০ মিনিট পর তারা পানিতে ভেসে উঠে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল আলম ও মোহাম্মদ হোসেন তাদের পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে নেওয়ার পথে দু’জনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে গর্জনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাফিজুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি এলাকাবাসীর পক্ষ থেকে বিনা-ময়নাতদন্তে লাশগুলো দাফনের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছি।