জাতীয়

ককটেল বিস্ফোরণে থানার ওসি আহত

(Last Updated On: )

মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেনসহ প্রায় ১০ জন আহত হয়েছেন।

আজ রোববার সন্ধ্যায় মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল সাড়ে ৩টায় উপজেলার ফাসিয়াতলা বাজারে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত ওসি শামীম হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার মাসুদ আলম জানান, আজ বিকেলে ওই বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার ও বর্তমান চেয়ারম্যান শাহীদ পারভেজ সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ১০ জন আহত হয়েছেন।