চট্টগ্রাম

ওসি প্রদীপের অবৈধ সম্পদ দেখভালের দায়িত্বে ডিসি

(Last Updated On: )

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের অবৈধ সম্পদ দেখভালের দায়িত্ব কক্সবাজার ও চট্টগ্রাম জেলা প্রশাসককে দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন দুদকের আইনজীবী মাহমুদুল হক। তিনি বলেন, ওসি প্রদীপের মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। ওসি প্রদীপের ক্রোকের সম্পত্তি এতদিন মাললার তদন্ত কর্মকর্তাদের তত্বাবধানে ছিল। মামলার তদন্ত প্রায় শেষের দিকে। আবেদনের প্রেক্ষিতে আদালত কক্সবাজারের ফ্ল্যাট কক্সবাজারের জেলা প্রশাসক ও চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকার ভবন, পাঁচলাইশ এলাকার জায়গা ও দুইটি গাড়ি চট্টগ্রাম জেলা প্রশাসনকে দেখভালের আদেশ দিয়েছেন।  

গত ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের করা আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলাটির এজাহারে উল্লিখিত সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।  

গত বছর ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদি হয়ে ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। মামলায় ওসি প্রদীপের সঙ্গে তার স্ত্রী চুমকিকেও আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।