অস্ট্রেলিয়ার চিফ মেডিক্যাল অফিসার পল কেলি দাবি করছেন, করোনার নতুন ওমিক্রন্ট ভ্যারিয়েন্ট অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় যে ভয়ঙ্কর সে বিষয়ে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
পল বলেন,‘ বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের ৩০০ এর মতো করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তাদের সবার মধ্যে মৃদু লক্ষণ রয়েছে আবার অনেকের মধ্যে তা নেই।
অস্ট্রেলিয়ায় এরমধ্যেই ওমিক্রন ভ্যারিয়েন্টের সাতজন রোগী চিহ্নিত করা হয়েছে। এর ছয় জনই নিউ সাউথ ওয়েলসের যা অস্ট্রেলিয়ার একটি জনবহুল রাজ্য।
কেলি বলেন,‘ সারা বিশ্বে যারা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে তাদের বেশিরভাগ করোনার টিকা নিয়েছেন। তবে এখন পর্যন্ত কোন প্রমাণ পাওয়া যায়নি যে করোনার ভ্যাকসিন ওমিক্রনের বিরুদ্ধে কাজ করবে না।’
অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রনকে আনুষ্ঠানিকভাবে ‘উদ্বেগজনক ভেরিয়েন্ট’ হিসেবে ঘোষণা দিয়েছে ডাব্লিউএইচও। সূত্র : ব্লুমবার্গ