মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ‘বাংলাদেশ এন্ড দ্যা ইয়ুথ জেনারেশন’ শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সেদেশের একটি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস মাস্কাট ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান।
বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গাল্ফ ওভারসিজ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার উল হাসান চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের পাঠানো ভিডিও বার্তা পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মাস্কাটের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বাংলাদেশ স্কুল মাস্কাটের চেয়ারম্যানসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।