জাতীয়

ওমরাহ কার্যক্রম শুরু

(Last Updated On: )

সৌদি সরকারের অনুমতিক্রমে হিজরি ১৪৪৩ সনে বাংলাদেশ হতে ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১১ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ‌্য জানান।

তিনি বলেন, হিজরি ১৪৪৩ সনে বাংলাদেশ হতে ওমরাহ কার্যক্রম শুরু করার অনুমতি দিয়েছে সৌদি সরকার। ওমরাহ পালনের ক্ষেত্রে সৌদি সরকার বেশকিছু শর্ত আরোপ করেছে। এসব শর্ত মেনে বাংলাদেশিদের ওমরাহ পালন করতে হবে।

সৌদি সরকার কর্তৃক আরোপিত শর্তাবলী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইট (www.hajj.gov.bd) এ প্রকাশ করা হয়েছে।