তিন মিনিটের সংবাদ সম্মেলন করেছেন হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে তিনি সংক্ষিপ্ত এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তার সঙ্গে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ থাকলেও মা বিদিশা ছিলেন না।
এরিকের অভিযোগ, আমার এবং মা বিদিশা এরশাদের যদি কোনও ক্ষতি হয়, তাহলে এর জন্য দায়ী থাকবেন চাচা জি এম কাদের। সংবাদ সম্মেলনে তিন মিনিটের বক্তব্য শেষে সাংবাদিকরা প্রশ্ন করতে গেলে এরশাদ ট্রাস্টি বোর্ডের সদস্য রুবায়েত হোসেন দ্রুত এরিককে সংবাদ সম্মেলনস্থল থেকে নিয়ে যান।
তবে, সংবাদ সম্মেলনে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেন, ‘জাতীয় পার্টির অফিসিয়াল পেজে এরিক ও বিদিশার নিউজ শেয়ার করা হচ্ছে। সব ষড়যন্ত্রের জন্য জি এম কাদের দায়ী। এরিককে সরাতে পারলে তিনি ট্রাস্টের সম্পদ দখল করতে পারবেন। জি এম কাদের এরশাদ পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত।’