বিনোদন

এবার আলোচনায় ‘মানিকে মাগে হিতে’র নতুন ভার্সন

(Last Updated On: )

সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও বেশ জনপ্রিয় শ্রীলংকার গায়িকা ইয়োহানির গাওয়া ‘মানিকে মাগে হিতে’ গানটি। যিনিই শুনেছেন, সহজ সুরে বাঁধা ওই গানে বুঁদ হয়েছেন। ওই গানের নানা সংস্করণও বাজারে এসেছে। সিংহলি ভাষার ওই গানের সঙ্গে মিশে গেছে আরও অনেক ভাষা ও সুর। খবর ইন্ডিয়া টুডের।

এবার ভাইরাল হলো মার্কিন গায়ক এরিক হেনরি হেইনরিক্সের কণ্ঠে মানিকে মাগে হিতের র‌্যাপ সংস্করণও। এরিক শ্রীলংকায় থাকেন। মিউজিক ভিডিওসহ ‘মানিকে মাগে হিতে’র র‌্যাপ সংস্করণটি ইউটিউবে প্রকাশ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের গায়ক এরিক হেনরি হেইনরিকস গানটি গেয়েছেন। শ্রীলঙ্কার পপ গায়িকা ইওহানির গানে কিছু নিজস্ব স্টাইল যোগ করেছেন এরিক। আর সেটাই হয়ে গেছে ফের ভাইরাল।

নতুন ভার্সনে শ্রীলঙ্কান লিরিকসের সঙ্গে কিছু ইংরেজি লিরিকসও যোগ করেছেন এরিক।

ইয়োহানির গান নিয়ে শ্রোতারা বলেছেন, ওই গান কানের পক্ষে আরামদায়ক। আর সেই কারণেই শ্রীলংকার গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বে রাজত্ব করতে পেরেছে তা।

উল্লেখ্য, এরিক মার্কিন নাগরিক হলেও শ্রীলঙ্কাতেই থাকেন। সমুদ্র সৈকত ও রেললাইনের উপর গানটির ভিডিও শুট করেছেন তিনি।