শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের হালগড়া ফটিয়ামারি পুরাতন পাড়া কবরস্থান থেকে এক রাতে ১১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
এ নিয়ে এলাকায় মৃতের স্বজনরা ব্যাপক আতঙ্কে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সংঘবদ্ধ একটি কঙ্কাল চোরের দল ১১টি কবর খুড়ে ১১টি লাশের কঙ্কাল চুরি করে নিয়ে যায়। এর মধ্যে একটি লাশ পুরোপুরি পচে না যাওয়ায় কবস্থানে লাশটি ফেলে রেখে যায় চোরের দল। ওই লাশের গন্ধ বের হলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। খবর পেয়ে এলাকার শত শত মানুষ ওই কবরস্থানে ভিড় করেন।
এ খবর নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর হাই।
শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী জানায়, কঙ্কাল চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।