চট্টগ্রামের বোয়ালখালীর কধুরখীল উচ্চ বিদ্যালয় মাঠে চলছিল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। দুপুর ১টার দিকে একটি মিছিল নিয়ে মঞ্চের দিকে যাচ্ছিলেন যুবলীগ নেতা মো. ইদ্রিস আলম। এ সময় মঞ্চে বক্তব্য রাখছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহদাত হোসেন।
মিছিলটি সমাবেশস্থলে এসে পৌঁছালে মঞ্চের নিজ আসন ছেড়ে উঠে আসেন সম্মেলনের উদ্বোধক জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।
তিনি মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, ‘এই ইদ্রিচ্ছ্যা স্লোগান বন্ধ কর, তুই বিএনপি করস।’ এ সময় উপস্থিত নেকাকর্মীরা তাদের মারধর শুরু করে, চেয়ারও ছোড়া হয়।
অন্যদিকে, সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে উৎসাহ প্রদান করে। এর এক পর্যায়ে সমাবেশস্থলে মোতায়েনকৃত পুলিশকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার অনুরোধ জানান আওয়ামী লীগ নেতারা।
এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ১ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে মোছলেম উদ্দিন আহমদ এমপি তার বক্তব্যে জানান, ইদ্রিস পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরোধিতা করেছেন এবং ৭টি মামলা দিয়ে হয়রানি করছেন।
এ ব্যাপারে জানতে ইদ্রিস আলমের মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
এসএম আবুল কালামের অনুসারী কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে সম্মেলনে গিয়েছিলাম। আমাদের ওপর হামলা করা হয়েছে। হামলায় আমাদের ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন ৮ জন।
এখানে ইদ্রিসের সাথে তাদের কোনো সর্ম্পক নেই বলেও দাবি করেন তিনি।