জাতীয়

ঋণের ৯ শতাংশ সুদহার সীমা তুলে নেবে বাংলাদেশ ব্যাংক

(Last Updated On: )

নিয়ন্ত্রণের শত চেষ্টার পরও নিত্যপণ্যের দাম বেড়ে চলেছে। এতে নিম্ন ও মধ্যবিত্তরা পিষ্ট। ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ঋণ সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (১৮ জুন) বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকে সংবাদ সম্মেলেনে ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট (এমপিএস)’ প্রকাশ করবেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

এ সময় ডেপুটি গভর্নরসহ বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা, চিফ ইকোনমিস্ট, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত থাকবেন।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র আবুল বশর বলেন, ১৮ জুন আনুষ্ঠানিকভাবে মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর। এবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেয়া হয়েছে। সুদের হার নিয়ে নতুন ঘোষণা আসবে। বর্তমানে ৯ শতাংশের সীমা দেয়া আছে, সেটা তুলে নেয়া হবে।

তিনি বলেন, ঋণে বিদ্যমান ৯ শতাংশ সুদহারের সীমা তুলে দেয়া হবে। সেটা যৌক্তিক পর্যায়ে নেয়া হবে। চলতি বছরের ১ জুলাই থেকে তা কার্যকর হবে। এতে ব্যাংকের সুদহার বাড়বে। মুদ্রানীতিতে নতুন সুদের হার থাকবে। আগামী ৬ মাস ঋণ প্রবাহ সতর্কতার সঙ্গে দেখা হবে। স্বাভাবিকভাবেই যা সুদহার বাড়ানোর কৌশল।

ইতোমধ্যে বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। যার অন্যতম শর্ত সুদহার বাজারভিত্তিক করা। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনেও সুদহারের সীমা প্রত্যাহার কিংবা বাড়ানোর সুপারিশ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সুদহার পুরো বাজারভিত্তিক করে চাপ সামাল দেয়া কঠিন হবে। ফলে তা হচ্ছে না। নতুন এক পদ্ধতি চালু হবে। সেটা হলো ‘স্মার্ট’ তথা শর্ট টার্ম মুভিং এভারেজ রেট।

কেন্দ্রীয় ব্যাংকের নি‌র্দেশনা অনুযায়ী, ২০২০ সালের এপ্রিল থেকে ঋণের সর্বোচ্চ সীমা ৯ শতাংশ নির্ধারণ করা হয়।