বিনোদন

ঈদে আসছে ‌‘কসাই’, দেখা যাবে ২০ টাকায়

(Last Updated On: )

করোনাভাইরাসের কারণে এবারের ঈদেও সিনেমা হলে মুক্তি পাচ্ছে না নতুন কোনো সিনেমা। ভরসার এখন অনলাইনেই। এমন সময়ে চমকপ্রদ খবর দিলেন চিত্রনায়ক নিরব। তার অভিনীত নতুন সিনেমা ‘কসাই’ মুক্তি পাচ্ছে ঈদে। আর আজ বিকালে প্রকাশ হবে এর ট্রেলার।

অ্যাপভিত্তিক প্ল্যাটফর্ম আই থিয়েটারে ‘কসাই’ দেখা যাবে মাত্র ২০ টাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন নিজেই।

তিনি বলেন, ‘ঈদের দিন সিনেমাটি মুক্তি পাবে। তবে সময়টা এখনও আমরা নির্ধারণ করিনি। আর অ্যাপটি একদিনের জন্য সাবস্ক্রিপশন করতে লাগবে ২০ টাকা। একদিনের মধ্যে সিনেমাটি যতবার ইচ্ছা দেখা যাবে। অন্য কনটেন্টেও দেখতে পারবেন দর্শকরা।’

‘কসাই’ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব হোসাইন, নবাগত প্রিয়মনি, রাশেদ মামুন অপু, নওশাবা, ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশির। সত্য ও নৃশংস এক ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। এর ট্যাগলাইনে রাখা হয়েছে ‘হিংস্রতাই নেশা’ বাক্যটি।