বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ থেকে বাংলাদেশ অনেকটা ঝুঁকিমুক্ত। আম্পানের মতো ‘ইয়াস’ যে শক্তিশালী হচ্ছে না, তা প্রায় ৯০ শতাংশ নিশ্চিত। এমনটাই জানালেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক এক জরুরি সভায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ সম্পর্কে সর্বশেষ অগ্রগতি জানাতে গিয়ে শামসুদ্দিন আহমেদ এসব কথা বলেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, বর্তমান অবস্থায় ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। এখন আর সতর্ক সংকেত বাড়ানোর প্রয়োজন নেই। তবে ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে, যাতে সংকেত পাওয়া মাত্র আশ্রয়কেন্দ্রে ছুটে যাওয়া যায়।
উল্লেখ্য, দেশজুড়ে তাপদাহের মধ্যে গত শনিবার বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়, ওই রাতে সেটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নেয়। গতকাল রোববার বেলা ১২টার দিকে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়। মধ্যরাতে তা গভীর নিম্নচাপে রূপ নেয়। এরপর সোমবার এটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘যশ’ এ পরিণত হলো। বুধবার তা উপকূল অতিক্রম করার পূর্বাভাস রয়েছে। উপকূল অতিক্রমকালে বৃষ্টি ঝরিয়ে তা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে।