চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবু তোরাব বাজারে অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবাসহ সফর আলী (২৩) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৮ জুলাই) রাতে বাজারের স্কুল রোডের একটি মেশিনারিজ দোকানের সামনে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ পুলিশ এ ছাত্রলীগ নেতাকে আটক করে।
আটক সফর আলী উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং একই ইউনিয়নের শেখটোলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।