জাতীয়

ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

(Last Updated On: )

বিএনপি নেতা ইশরাক হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী সময়ের আবেদন নামঞ্জুর করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপরিদর্শক শাহ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর মতিঝিলে গাড়ি পোড়ানোর মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলা থেকে জানা যায়, আজ মামলাটির ধার্য তারিখ ছিল। ৪৫ জন আসামির মধ্যে ১৩ জন আদালতে হাজির না হয়ে সময় আবেদন করেন। আদালত সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন।

ঢাকা-১৮ আসনের নির্বাচন বানচাল করার লক্ষ্যে ২০২০ সালের ২৪ জুন আসামিরা একত্রিত হয়ে বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে গাড়িতে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এ ঘটনায় ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক আতাউর রহমান ভুইয়া।