ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ তৈরি করবে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে নির্বাচনের সব তথ্য ভোটারসহ সবাইকে জানানো হবে। এজন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
রোববার (২৫ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ তৈরি করতে চাইছি। এটা আমরা এবং নাগরিকরাও ব্যবহার করতে পারবেন। এতে কার ভোট কোন কেন্দ্রে, প্রার্থী কারা, নির্বাচনী এলাকার ম্যাপ, কোথায় কত ভোট পড়ল ও তার গ্রাফ, ফিগার, কোন প্রার্থী কোথায় এগিয়ে থাকলো সেগুলো থাকবে।
তিনি আরো বলেন, অ্যাপে আট ধরনের তথ্য পাওয়া যাবে। ভোটে কে জয়ী হলো সঙ্গে সঙ্গে জানতে পারবে সবাই। এটা প্রাথমিক সিদ্ধান্ত। এজন্য টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। তারা যাচাই করে মতামত দেবে। এরপর কমিশন থেকে সিদ্ধান্ত আসবে।