আন্তর্জাতিক

ইরানে স্কুলে যাওয়া রুখতে ছাত্রীদের বিষ প্রয়োগ!

(Last Updated On: )

ইরানের পবিত্র কোম শহরে মেয়েদের শিক্ষা বন্ধের উদ্দেশ্যে স্কুলছাত্রীদের বিষ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির এক উপমন্ত্রী। গতকাল রোববার এ অভিযোগ করেন তিনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের নভেম্বর থেকে কোম শহরে স্কুলছাত্রীদের মধ্যে বিষক্রিয়ার শতশত খবর প্রকাশ হতে শুরু করে। এর মধ্যে অনেককেই হাসপাতালে চিকিৎসা নিতে হয়। গতকাল রোববার উপস্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি জানিয়েছেন, এসব ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছিল।

ইউনেস পানাহি বলেন, ‘কোমের স্কুলগুলোর বেশ কিছু শিক্ষার্থীদের মধ্যে বিষক্রিয়ার খবর পাওয়ার পর বোঝা যাচ্ছে, কিছু মানুষ চায় সব স্কুল, বিশেষ করে মেয়েদের স্কুল বন্ধ হোক।’ এসব ঘটনায় বিস্তারিত আর কিছু বলেননি পানাহি। এ ছাড়া এখন পর্যন্ত আটকের কোনো তথ্যও পাওয়া যায়নি।

এর আগে বিষক্রিয়ায় অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকরা গত ১৪ ফেব্রুয়ারি কর্তৃপক্ষের কাছে এসব ঘটনার ব্যাখ্যা দাবি করেন। তারা কোম শহরের বাইরে জড়ো হন। পর দিন সরকারের মুখপাত্র আলি বাহাদোরি জানান, শিক্ষা মন্ত্রণালয় ও গোয়েন্দারা বিষক্রিয়ার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।