চট্টগ্রাম

ইফতারি নিয়ে ঝগড়া, গৃহবধূর আত্মহত্যা

(Last Updated On: )

নগরে ইফতারি নিয়ে ঝগড়ার জেরে শারমিন (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২০ এপ্রিল) রাত পৌনে ৯টায় ডবলমুরিং থানার আগ্রাবাদের দাইয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

শারমিন ওই এলাকার শাহাজাহানের মেয়ে এবং রহুল আমিন মোল্লার ছেলের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, ইফতারি নিয়ে পরিবারের সঙ্গে ঝগড়া হয় তার। এরপরই পরিবারের অন্যান্য সদস্যের অজান্তে পাশের ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শারমিন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।