আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত ভারতীয় নাগরিক গায়ত্রী অমর সিংহের অবস্থান নিশ্চিতে মাঠে নেমেছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সাবেক এসপি বাবুল আক্তারের ‘প্রেমিকা’ গায়ত্রীর বিস্তারিত তথ্য চেয়ে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনকে (ইউএনএইচসিআর) দেওয়া হয়েছে চিঠি। তার লেনদেন ও যাবতীয় তথ্য চেয়ে অন্যান্য সংস্থাকেও চিঠি দেওয়া হয়েছে। পিবিআইর ডিজি বনজ কুমার মজুমদার বলেন, ‘গায়ত্রীর বিষয়ে খুব বেশি তথ্য আমাদের কাছে নেই। আমরা চেষ্টা করছি তার বিষয়ে বিস্তারিত জানার। বিস্তারিত তথ্য আসার পর গায়ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
মামলার তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেন, ‘গায়ত্রী বর্তমানে ইউরোপের নেদারল্যান্ডসের রটারডামে রয়েছেন। ইউএনএইচসিআরের লিগ্যাল অফিসার হিসেবে কাজ করছেন তিনি। তার বিষয়ে বিস্তারিত জানাতে ইউএনএইচসিআরের কক্সবাজার অফিসকে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া তার ব্যাংক লেনদেন ও মোবাইল ব্যাংকিং লেনদেনের তথ্য চেয়েও বিভিন্ন সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে। ইমিগ্রেশনেও তার বিষয়ে তথ্য চাওয়া হবে।’তদন্তসংশ্লিষ্টদের দাবি, আলোচিত মিতু হত্যা মামলার অন্যতম ইন্ধনদাতা মনে করা হচ্ছে গায়ত্রী অমর সিংহকে। তিনি ২০১৩ সালে ইউএনএইচসিআরের ফিল্ড অফিসার (প্রটেকশন) হিসেবে কর্মরত ছিলেন কক্সবাজারে। একই সঙ্গে বাবুল আক্তারও অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন কক্সবাজারে। ওখানেই তাদের বন্ধুত্ব হয়। পরে তা রূপ নেয় পরকীয়ায়। গায়ত্রী বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে কক্সবাজার, চট্টগ্রাম এবং ঢাকায় বিভিন্ন হোটেলে বাবুল আক্তারের সঙ্গে একান্তে দেখা করেছেন। ওই তথ্যগুলোও সংগ্রহের চেষ্টা করছে পিবিআই। বাবুল আক্তার ও গায়ত্রীর পরকীয়ার বিষয় উঠে এসেছে মামলার এজাহার ও বিভিন্ন চিরকুটে। বাবুল আক্তারকে দেওয়া গায়ত্রীর ‘তালিবান’ বইয়ের বিভিন্ন পৃষ্ঠায় লেখা রয়েছে- ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর গায়ত্রীর সঙ্গে প্রথম দেখা হয় বাবুলের। একে অন্যকে প্রথমবার চুমো খান ৫ অক্টোবর। এর দুই দিন পর ৭ অক্টোবর দুজনের মধ্যে প্রথম শারীরিক সম্পর্ক হয়। ৮ অক্টোবর দুজনে প্রথমবারের মতো কক্সবাজার সমুদ্রসৈকতে হাঁটেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৪ থেকে ২০১৫ সালে সুদানে মিশনে যাওয়ার সময় বাবুল আক্তার মোবাইল বাসায় রেখে যান। এই সময়ের মধ্যে গায়ত্রী বাবুলের মোবাইলে ২৯টি মেসেজ পাঠান। ওই মেসেজে রয়েছে বাবুল আক্তারের পরকীয়ার নানান তথ্য।
মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, ‘এজাহারে উল্লিখিত গায়ত্রী অমর সিংহ কোথায় আছেন এখনো তা আমরা নিশ্চিত হতে পারিনি। এজাহারে তার নাম উল্লেখ থাকায় এ মামলার জন্য তাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’ প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পাঁচ বছর পর পিবিআইর তদন্তে এ খুনের সঙ্গে বাবুল আক্তারের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে পুরনো মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নতুন করে মামলা হয়। যাতে আসামি করা হয় বাবুল আক্তারসহ আটজনকে।