নীলফামারীর ডোমার উপজেলায় ইউনিয়ন পরিষদের গাছের আম পারানোর কারণে শাহিন কবির নামে এক দোকানদার ও তার মাকে রাস্তায় ফেলে বেধরক মারধর ও নির্যাতন করার অভিযোগ উঠেছে। পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলামের লোকজন তাদের নির্যাতন করে বলে এ অভিযোগ ওঠে।
গতকাল বুধবার সকালে পাঙ্গা চৌপথি মোড়ে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শাহিন কবির (৩০) ও তার মা শেরিনা বেগম (৫৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শাহিন কবির অভিযোগ করে বলেন, ‘পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের পাশে আমার পানের দোকানের সাথে লাগানো একটি আম গাছ রয়েছে। সকালে ওই গাছ থেকে আমার ছোট ভাই শাহজাদা তালেব শুভ কয়েকটি আম পারে। ইউনিয়ন পরিষদের আম কেন পারিয়েছে আমার কাছে জানতে চেয়ে চেয়ারম্যানের গাড়ি চালক আব্দুল মতিন আমাকে মারধর শুরু করেন। আমার বৃদ্ধা মা এগিয়ে আসলে চেয়ারম্যানের সামনে আমার মাকেও মারধর ও লাথি মেরে নির্যাতন চালায়। একপর্যায়ে আমাদেরকে মেরে ফেলবে বলে হুমকি দেয় মতিনসহ কয়েকজন। ভয়ে আমি ৯৯৯ নম্বরে ফোন দেই। পুলিশ এসে আমাকে প্রাণে বাঁচায়।’
তিনি আরও বলেন, ‘আমি ও আমার মা গুরুতর আহত হলে এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আমরা এখন চিকিৎসাধীন রয়েছি।’ অভিযুক্ত আব্দুল মতিন বলেন, ‘ইউনিয়ন পরিষদের কাঁচা আম পারাতে আমি নিষেধ করায় শাহিন কবির আমার ওপড় ক্ষিপ্ত হয়। আমি কাউকে মারধর করিনি।’
পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম এন্দা বলেন, ‘আসলে বিষয়টা ওদের পারিবারিক গন্ডগোল। আমি কাউকে মারতে ও নির্যাতন করতে বলিনি।’ এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।