খেলা

ইউএস ওপেনের নতুন রানি এমা

(Last Updated On: )

ইউএস ওপেনের ফাইনাল জিতলেন ১৮ বছর বয়সী ব্রিটিশ খেলোয়াড় এমা রাডুকানু। তিনি সরাসরি সেটে হারিয়ে দিয়েছেন কানাডার ১৯ বছর বয়সী খেলোয়াড় লেইলাহ ফার্নান্দেজকে।

৬-৪, ৬-৩ সেটে খেলা শেষ হয়েছে। সেরার পুরস্কার হিসেবে এমা পাবেন ২.৫ মিলিয়ন ডলার। ৪৪ বছরের মধ্যে তিনিই প্রথম গ্রান্ড স্লাম জেতা ব্রিটিশ নারী। ১৯৭৭ সালে সর্বশেষ ভার্জিনিয়া ওয়েড উইম্বলডনে পদক জিতেছিলেন। এবার পদক জিতলেন এমা। পেশাদার টেনিস খেলছেন বেশি দিন হয়নি, তবে ইউএস ওপেনে হার টুর্নামেন্টের ১৫০ তম বাছাই এমাকে স্পর্শ করতে পারেনি।  

ম্যাচ শেষে কিশোরী খেলোয়াড় এমা বলেন, ‘আমি জানতাম, জিততে হলে আমাকে সেরাটা দিয়েই খেলতে হবে। ম্যাচটি খুবই কঠিন ছিল। তবে আমি শুধু ভেবেছি, এমন বড় মাপের ম্যাচে জিততে হলে সর্বোচ্চ ভালো খেলাটাই খেলতে হবে। ’