জাতীয়

আ.লীগ প্রশাসন দিয়ে ভোট চুরি করছে: ব্যারিস্টার মাহবুব

(Last Updated On: )

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আওয়ামী লীগ জনসমর্থনে দেউলিয়া হয়ে প্রশাসন দিয়ে ভোট চুরি করছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আগামী ১৪ ফেব্রুয়ারি নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল পৌরসভা নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তের গণসংযোগ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, নির্বাচনে কোনো অনিয়ম ও সহিংসতা হলে তার দায়ভার নির্বাচন কমিশনকে নিতে হবে। বিএনপির গণজোয়ারে ভীত হয়ে আওয়ামী লীগ মামলা-হামলা চালাচ্ছে।

তিনি সকালে সোনাইমুড়ী পৌরসভার ছাতারপাইয়া বাইপাস ও সোনাইমুড়ী বাজারে বিএনপি সমর্থিত ধানের শিষ প্রতীকের প্রার্থী মোতাহের হোসেন মানিকের সমর্থনে গণসংযোগ ও পথসভা করেন।