কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে আরো ৬২ লাখ ফাইজারের টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটি থেকে পাঁচ কোটির বেশি টিকা পেল ঢাকা।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, যুবসমাজ ও দুর্গম এলাকার জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার প্রচেষ্টায় সহায়তা হিসেবে কোভ্যাক্স-এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯ এর আরও ৬ দশমিক ২ মিলিয়ন (৬২ লাখ) ডোজ টিকা অনুদান দিয়েছে।
এর ফলে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া মোট টিকার পরিমাণ দাঁড়িয়েছে ৫১ মিলিয়নেরও (৫.১ কোটি) বেশি এবং সামনে আরও টিকা আসবে।
এ সম্পর্কে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লা’ফেইভ বলেন, সম্প্রতি ১০ কোটি মানুষকে কমপক্ষে এক ডোজ টিকা প্রদানের মাইলফলক অতিক্রম করায় আমরা বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জীবনরক্ষাকারী টিকা অনুদান অব্যাহত রাখবে এবং ২০২২ সালের মাঝামাঝি নাগাদ দেশের ৭০% মানুষকে পুরো ডোজ টিকা সম্পন্ন করতে সহায়তা করবে।