রাজধানীর ওয়ারীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার নার্গিস আক্তার নামে এক গৃহবধূ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ওই গৃহবধূর জবানবন্দি রেকর্ড করেন। পর তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার এসআই মো. সুজন জানান, নার্গিস আক্তার স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন জানানো হয়।
গত ৩০ জুলাই রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন নার্গিস আক্তার। পরে স্বজনরা নার্গিসকে আটক করে থানায় সোপর্দ করে।
নার্গিস আক্তার পুলিশকে জানিয়েছেন, তার স্বামী নাইট গার্ডের চাকরি করেন। ধোলাইখাল এলাকায় তারা ভাড়া থাকেন। তাদের এক মেয়ে রয়েছে। তার স্বামী গোপনে আরেকটি বিয়ে করায় তিনি রেগে এ ঘটনা ঘটিয়েছেন।