রাজধানীর যাত্রাবাড়ীতে পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ক্ষতিপূরণ হিসেবে আরও ২০ লাখ টাকা দিয়েছে গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষ। এনিয়ে মোট ৩৩ লাখ ৪২ হাজার টাকা পেয়েছেন রাসেল। রিট আবেদনকারীর আইনজীবী খোন্দকার শামসুল হক রেজা এ তথ্য জানান।
তিনি বলেন, হাইকোর্টের রায়ের পর ক্ষতিপূরণ হিসেবে চার কিস্তিতে ২০ লাখ দিয়েছে গ্রিনলাইন কর্তৃপক্ষ। রায়ের আগে উচ্চ আদালতের আদেশের পর রাসেলকে দুই দফায় ১০ লাখ টাকা এবং তার চিকিৎসাবাবদ আরও ৩ লাখ ৪২ হাজার টাকা দিয়েছিল গ্রিনলাইন কর্তৃপক্ষ। সব মিলিয়ে ৩৩ লাখ ৪২ হাজার টাকা পেয়েছেন রাসেল।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৮শে এপ্রিল মেয়র মো. হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের ধাক্কায় প্রাইভেট কার চালক রাসেল সরকারের (২৩) বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় গাইবান্ধার একই এলাকার বাসিন্দা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সরকার দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে রিট করেন।
ওই বছরের ১৪ই মে হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন। রুলে কেন রাসেলকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। পরে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট এক আদেশে রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেন। প্রতিমাসে পাঁচ লাখ টাকা করে দিতে বলা হয়। এ নির্দেশের পর রাসেলকে দুই দফায় ১০ লাখ টাকা এবং তার চিকিৎসাবাবদ ৩ লাখ ৪২ হাজার টাকা দিয়েছিল গ্রিনলাইন কর্তৃপক্ষ।