প্রধান পাতা

আবাসিক হোটেল থেকে ৮ তরুণ-তরুণী আটক

(Last Updated On: )

কিশোরগঞ্জ শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গৌরাঙ্গবাজারের আবাসিক হোটেল নিরিবিলিতে অভিযোগ চালিয়ে আটজন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর সোয়া ২টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স অ্যান্ড কমিউনিটি পুলিশিং) জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি দল ওই অভিযান চালায়। শনিবার বিকেলেই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শহরের গৌরাঙ্গবাজার মোড় সংলগ্ন এলাকার আবাসিক হোটেল ‘নিরিবিলি’তে অভিযান চালায় কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ। অভিযানে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে চারজন তরুণ ও চারজন তরুণীকে আটক করা হয়। এ সময় তারা হোটেলটিতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন বলে স্বীকার করেন।

ওসি আরও জানান, অভিযানের সময় যাদের আটক করা হয়েছিল, তাদের মধ্যে বিভিন্ন মাদ্রাসা-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছে। আবাসিক হোটেলে এ ধরনের অসামাজিক কার্যক্রম বন্ধ করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। 

ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, এ ঘটনায় এসআই মো. রোকন উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর শনিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।