পাবনা শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে শহরের সোনাপট্টির প্রেসক্লাব গলিতে অভিযান চালানো হয়। আটককৃতরা সবাই স্কুল-কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
অভিযানে সন্তুষ্টি প্রকাশ করে হোটেলের আশপাশের ব্যবসায়ীরা জানান, কী পরিমাণ খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এর আগে, অনেকবার এখানে প্রশাসন ঢুকলেও কাউকে আটক করতে দেখিনি। এবার প্রথম কাউকে আটক করা হলো।
পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘অনৈতিক কর্মকাণ্ড হয়- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কাজে জড়িত থাকায় ১০ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানের সময় হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছেন।’