আবারও ডিম ছুড়ে মারা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর দিকে। গতকাল সোমবার রেস্তোরাঁ বিষয়ক এক বাণিজ্য মেলা পরিদর্শনে গেলে হঠাৎ এক ব্যক্তি ম্যাখোঁর দিকে একটি ডিম ছুড়ে মারে। এ ঘটনার পর পরই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার দেশটির লিঁও শহরে এক ব্যক্তি ফরাসি প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে ডিম ছুড়ে মারলে এই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, সামনে থাকে কেউ একজন ফরাসি প্রেসিডেন্টকে লক্ষ্য করে ডিম ছোড়েন। যদিও তা ভাঙেনি। কাঁধে লেগে পড়ে যায় নিচে। সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রেসিডেন্টকে ঘিরে ধরেন। তবে হামলাকারীর নাম পরিচয় জানানো হয়নি।
এর আগে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সময়, ২০১৭ সালে এমানুয়েল ম্যাখোঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। সেসময় ডিমটি তার মাথায় ফেটে যায়। পরে আরও একটি বিব্রতকর ঘটনা ঘটে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময়
এক ব্যক্তি তার গালে চড় বসিয়ে দেন। এ ঘটনার পর ম্যাখোঁর নিরাপত্তা রক্ষীরা দ্রুত প্রেসিডেন্টকে সরিয়ে নেন ঘটনাস্থল থেকে।