জাতীয়

আবারও করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

(Last Updated On: )

আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিবের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শনিবার বিএনপি মহাসচিবের করোনার নমুনা পরীক্ষা করানো হয়। আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে আছেন।

মির্জা ফখরুলের দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল। যদিও তিনি করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েছিলেন।