জামালপুরের মেলান্দহে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) দিনগত রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রকিব খান এবং সাধারণ সম্পাদক সোহাগ হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
তবে আমিনুলকে বহিষ্কারের বিজ্ঞপ্তি গণমাধ্যম কর্মীদের হাতে আসার আগেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। আমিনুল ইসলাম শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চরের জহুরুল ইসলামের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, প্রতিবেশী এক নববধূর সঙ্গে ছাত্রলীগ নেতা আমিনুলের ভাব জমে। একপর্যায়ে ওই নববধূর বাড়িতে আমিনুলের ঘন ঘন যাতায়াতের বিষয়টি এলাকাবাসীর নজর আসে। পরে গত ২০ এপ্রিল রাতে খাবারের সঙ্গে নববধূর স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘরে ঢোকেন আমিনুল। বিষয়টি স্থানীয়রা হাতেনাতে ধরা ফেলে। এ ঘটনায় ওই গৃহবধূকে তার স্বামী তালাক দেন।
শ্যামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ হাসান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আপত্তিকর বিষয়টি জানাজানি হওয়ার পর মেলান্দহ উপজেলা কমিটির পরামর্শে তাকে বহিষ্কার করা হয়ছে।