চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজিম উদ্দিন।
বুধবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে এসে এই ঘোষণা দেন। এ সময় তার সাথে ছিলেন কিছু সমর্থক।
প্রতিপক্ষ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ চৌধুরী আশরাফ কেন্দ্র দখল, হামলা ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া ও ভোট জালিয়াতির অভিযোগ এনেছেন তিনি।
ভোট বর্জনের ঘোষণা দিয়ে নাজিম উদ্দিন বলেন, সকাল ৮ টায় ভোট শুরুর পর থেকে আমার এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেন। আমি প্রতিবাদ করতে গেলে মামুনুর রশিদ চৌধুরী আশরাফ ও তার ভাই হানিফ চৌধুরীর নেতৃত্বে আমার ওপর হামলা করে। আমি দুইদিন আগে থেকে প্রশাসনকে লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলন করে জানিয়েছি।