চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক যুবক ছুরি নিয়ে প্রবেশ করে আত্মহত্যার চেষ্টা করেছেন।
সোমবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেনাজ রহমানের আদালতে এই ঘটনা ঘটে।
৩০ বছর বয়সী ওই যুবকের নাম মো. জাফর। তিনি নগরীর সদরঘাট থানার মাদারবাড়ী এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের উপপরিদর্শক আবছার উদ্দিন রুবেল।
তিনি বলেন, ‘ওই যুবক কোনো মামলার আসামি না। তিনি কিছুটা মানসিক সমস্যাগ্রস্ত। সোমবার দুপুরে এজলাসে ঢুকে স্যারের সাথে দেখা করতে চেয়েছেন। কিন্তু সংশ্লিষ্টরা তাকে বের করে দেওয়ার চেষ্টা করায় পকেট থেকে ছুরি বের করে গলায় ঠেকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় দায়িত্বরত কোর্টপুলিশ তাকে আটক করে।’
ঘটনার পর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে বলে জানান তিনি।