বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার উদ্যোগে আগামী ১ জুলাই শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন উপলক্ষে সংগঠনের সভাপতি শ্রীযুত শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে ,সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ শ্যামা প্রসাদ দাশগুপ্ত শ্যামলের সঞ্চালনায় জোটপুকুরপাড়স্হ ছনদন্ডী কালীবাড়ি প্রাঙ্গণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বোয়ালখালী উপজেলায় উৎসবমুখর সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে “রথযাত্রা ” উদযাপনে সার্বিক সহযোগিতা করার জন্য সকল ভক্তবৃন্দ, রথযাত্রা উদযাপন পরিষদ, সূধী সমাবেশ এবং সংশ্লিষ্ট প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সমীর চক্রবর্তী, সহ-সভাপতি মিহীর বিশ্বাস, সহ-সভাপতি ডাঃ সুকুমার নাথ, সাধারণ সম্পাদক অধীর দে, তথ্য ও জনসংযোগ সম্পাদক সনক দত্ত, নির্বাহী সদস্য দীপক দে, নির্বাহী সদস্য লিটু চৌধুরী, শাকপুরা ইউনিয়নের সভাপতি শ্যামল বিশ্বাস টিসু, আহল্লা-কড়লডেঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল চক্রবর্তী, সারোয়াতলী ইউনিয়নের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ।