জাতীয়

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানার ছেঁড়ার মামলা

(Last Updated On: )

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) উপজেলার বগা ইউনিয়ন যুবলীগের সভাপতি মালেক মীর বাদী হয়ে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা চেয়ারম্যানসহ তার ছেলে বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান, বগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফ ও ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জসীম উদ্দিনসহ মোট ছয়জনের নাম উল্লেখ আরো ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী মালেক মীর সাংবাদিকদের বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ছবি সংবলিত ব্যানার টানানোর জন্য আমরা গত ৯ আগস্ট দুপুরে বগা সোনালী ব্যাংকের সামনে যাই। তখন উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার ও তার ছেলে দলবল নিয়ে আমাদের হাত থেকে ব্যানার কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন এবং তা রাস্তায় ফেলে দেন। এ ঘটনার পর বগা ফেরিঘাট এলাকায় ফের আরেকটি ব্যানার নিয়ে গেলে সেখানেও তারা একইভাবে ব্যানার ছিঁড়ে ফেলে দেন। এতে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি অবমাননা করা হয়েছে।’

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বলেন, ‘আমি নৌকা প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মামলা দায়ের করা হয়েছে।’

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন বলেন, ‘লোকমুখে শুনেছি এরকম আর একটা ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের কাছে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানার ছেঁড়ার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বাউফল থানার ওসি মো. আল মামুন বলেন, ‘মামলার কপি পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’