প্রধান পাতা

আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন ব্যারিস্টার মনোয়ার

(Last Updated On: )


চট্টগ্রাম ৮ আসনের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার একটি রেস্তোরায় বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, চট্টগ্রাম নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মো.কামাল উদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংবাদিক আবুল ফজল বাবুল, লোকমান চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের ও মো. সিরাজুল ইসলাম।
মতবিনিময় শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপির রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।