রাজধানীতে অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
ডিবি জানায়, গ্রেপ্তার দুজন হলেন বিএনপির সাবেক নেতা মো. জানিবুল ইসলাম জোসি ও মো. বাসির আলী। তারা অস্ত্র ব্যবসায়ী। আটকের সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, আটটি গুলি ও দুটি ম্যাগজিন জব্দ করা হয়।
ডিবির এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার দুজন ভারতের সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিক্রির জন্য রাজধানীতে নিয়ে আসত। এ অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানা এলাকায় মামলা হয়েছে।