চাকরির খবর

অষ্টম শ্রেণি পাসে সরকারি চাকরির সুযোগ

(Last Updated On: )

আনসার ভিডিপি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি সাধারণ আনসার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- আনসার ভিডিপি

পদের নাম- সাধারণ আনসার

পদের সংখ্যা- নির্ধারিত না

আবেদন যোগ্যতা

১। কমপক্ষে অষ্টম শ্রেণি পাস।

২। উচ্চতা-৫ ফুট ৪ ইঞ্ঝি

৩। বুকের মাপ ৩০-৩২

৪। দৃষ্টি শক্তি ৬/৬

৫। বয়সসীমা ৩০ বছর।

আবেদন যেভাবে

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন http://ansarvdp.gov.bd/ এই ঠকানা থেকে।

বেতন ও সুযোগ সুবিধা

১। অঙ্গীভূত হওয়ার পর সমতল এলাকায় ১৩০৫০ টাকা ও পার্বত্য এলাকা ১৪২০০ টাকা

২। প্রতিবছর উৎসব ভাতা হিসেবে পাবেন৯৭৫০ টাকা

৩। রেশন প্রদান।

আবেদনের শেষ তারিখ

১ জুলাই, ২০২১