চট্টগ্রাম

‘অভাবে’ আত্মহত্যা মুক্তিযোদ্ধার স্ত্রীর

(Last Updated On: )

হাটহাজারীতে আর্থিক অভাবের কারণে গাছের ডালের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন শামসুন নাহার (৬০) নামে এক নারী। তিনি ধলই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা রশিদ আহাম্মদের স্ত্রী।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ধলই ইউনিয়নের মুনিয়া পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার এসআই প্রদীপ।

তিনি বলেন, সকাল ৮টায় পুকুরপাড়ে একটি গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে এক মুক্তিযোদ্ধার স্ত্রী আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে আমরা জেনেছি তিনি আর্থিক অভাবের কারণে আত্মহত্যা করেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।