চট্টগ্রাম

অবহেলিত নারীসমাজ শেখ হাসিনার নেতৃত্বে
ঐক্যবদ্ধ হয়ে জনসভায় যোগ দেবেন

(Last Updated On: )

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে দেশের অবহেলিত নারী সমাজ মর্যাদা ও সম্মানিত হয়েছে। নারীসমাজের শক্তিকে একমাত্র শেখ হাসিনাই কাজে লাগানোর চিন্তা করে সফল হয়েছেন। সমাজের প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার ফলে এক একটি পরিবার স্বাবলম্ভী হচ্ছে। তিনি আগামী ৪ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মরণকালের বৃহত্তর জনসভায় নারীদের ব্যাপক উপস্থিতি হবে বলে মন্তব্য করেন। অবহেলিত নারীসমাজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জনসভায় যোগ দেবেন।

গতকাল ২৭ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যায় অক্সিজেন কয়লার ঘর প্রাঙ্গণে আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে পাঁচলাইশ ওয়ার্ড বঙ্গবন্ধু মহিলা পরিষদ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু মহিলা পরিষদ ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের সভাপতি ও পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামীম আরা খানমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন শারমিন সুলতানা মৌর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পাঁচলাইশ ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার সিরাজুল ইসলাম (সিরু বাঙালি), আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুন, এসএম ইয়াকুব আলী, এস এম জাহাঙ্গীর আলম, আবদুল আউয়াল, মো: নুরুল আবছার, মো: ফারুক, মুনছুর আলী, বঙ্গবন্ধু মহিলা পরিষদ সহ-সভাপতি নুর জাহান বেগম, মমতাজ ইসলাম, শাহনাজ বেগম, রাবেয়া বেগম, বিবি মরিয়ম, শামীমা হক, ইফতেখারুল ইসলাম রিপন, মো: লোকমান, মো: সোহেল প্রমুখ।