চট্টগ্রামের একটি আবাসিক এলাকা থেকে খাগড়াছড়ি থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। প্রায় ৪ মাস আগে খাগড়াছড়ি থেকে অপহরণ হয় ওই কিশোরী।
এ ঘটনা স্বরূপ দে (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার বিরুদ্ধে দেওয়া হয়েছে অপহরণ মামলা।
বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার এসআই বিকিরন চাকমা ।
বিকিরণ জানান, গত বছরের ৬ সেপ্টেম্বর খাগড়াছড়ি শহরের সিংগিনালা এলাকার এক কিশোরীকে অজ্ঞাতনামা লোকজন অপহরণ করে। এ ঘটনায় মামলা হয়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রায় ৪ মাস ৮দিন পর বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
এ সময় রাউজানের চিকদাইর গ্রামের আকাশ দে’র ছেলে স্বরুপ দেকে গ্রেপ্তার করা হয়। পরে ওই কিশোরী ও অপহরণ ঘটনায় গ্রেপ্তার তরুণকে খাগড়াছড়ি সদর থানায় নিয়ে আসা হয়। আজ শুক্রবার তাদের আদালতে তোলার কথা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম ও অপহরণকারী বিয়ে করেছেন মর্মে দাবি করলেও এ বিষয়ে কোনও কাগজ তারা দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।