জাতীয়

অদৃশ্য শক্তি হয়ে আইভীর পাশে থাকব: তৈমূর

(Last Updated On: )

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের বাড়িতে গেছেন বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টায় শহরের মাসদাইর এলাকায় তৈমূরের বাসভবনে মিষ্টি নিয়ে উপস্থিত হন।

এসময় আইভীকে পাশে বসিয়ে তৈমূর আলম খন্দকার বলেন, ‘পুনরায় নির্বাচিত হওয়ায় আইভীকে আমি স্বাগত জানাই। তার সঙ্গে আমার সম্পর্কটা আধ্যাত্মিক এবং আন্তরিক। আইভীর পেছনে আমি সবসময় আছি। সে যখন যেখানে থাকবে আমি অদৃশ্য শক্তির মতো তার পাশে থাকব।’ এই বলে তিনি আইভীর মাথায় হাত রাখেন।

এর আগে রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৈমূর আলম খন্দকারকে ৬৯ হাজার ১০২ ভোটের ব্যবধানে হারিয়ে তৃতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। ফলাফল ঘোষণার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় চাচার (তৈমূর আলম খন্দকার) বাসায় যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

নির্বাচনের প্রচারণা চলাকালে আইভী বিভিন্ন সময়ে তৈমূর আলমের সঙ্গে তার চাচা-ভাতিজীর সম্পর্ক বলে জানিয়েছিলেন। তবে ব্যক্তিগত সম্পর্ক থাকলেও নির্বাচনী মাঠে দুজন কেবল একে অপরের প্রতিদ্বন্দ্বী বলে উল্লেখ করেছিলেন তৈমূর।