অক্সিজেন সরবরাহ কমে যাওয়ায় ভারতের কর্নাটকের চামারাজনগরের একটি সরকারি হাসপাতালে ২৪ রোগীর মৃত্যু হয়েছে।
রোববার (০২ মে) হাসপাতালটিতে অক্সিজেন স্বল্পতা দেখা দিলে এ ঘটনা ঘটে।খবর এনডিটিভির।
খবরে বলা হয়, রোববার রাত ১২টা থেকে ২টার মধ্যে হাসপাতালে অক্সিজেন স্বল্পতা দেখা দেওয়ার পর তাদের মৃত্যু হয়। হাসপাতালে ১৪৪ জন রোগী চিকৎসাধীন ছিলেন।
হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর বাবা লোকেশ বলেন, আমার ছেলে ৭৫ শতাংশ সুস্থ হয়ে গিয়েছিল। তাকে অক্সিজেন দেওয়া গেলে হয়তো তাকে বাঁচানো যেত।
মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য মঙ্গলবার (০৪ মে) মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন।
করোনায় ভারতের যেসব রাজ্যের অবস্থা করুণ কর্নাটক তার মধ্যে অন্যতম। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৭৩৩ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২১৭ জনের। রাজ্যটিতে বর্তমানে ৪ লাখ ২১ হাজার ৪৩৬ জন আক্রান্ত রয়েছেন।
এর আগে অক্সিজেন স্বল্পতায় দিল্লিতেও হাসপাতালে ২৫ জনের মৃত্যু হয়। করোনা পরিস্থিতির অবনতির মধ্যে দেশটিতে অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে।