খেলা

অক্সিজেন সরবরাহে ভারতকে ১ বিটকয়েন দিলেন ব্রেট লি

(Last Updated On: )

করোনাভাইরাসের প্রথম দফা কাটিয়ে ওঠলেও দ্বিতীয় ঢেউয়ে একেবারে বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। দৈনিক আক্রান্ত হচ্ছে প্রায় সাড়ে তিন লক্ষ করে মানুষ। মৃত্যুর সংখ্যাটাও হু হু করে বাড়ছে। সেই সঙ্গে পুরো ভারত জুড়ে চলছে অক্সিজেনের জন্য হাহাকার।

অক্সিজেনের অভাবে প্রতিদিনই কোভিড আক্রান্ত রোগীরা মারা যাচ্ছে। তাতে অনেকটা বিপাকে পড়ে গেছে ভারত। এ পরিস্থিতিতে ইতোমধ্যে হাত বাড়িয়ে দিতে শুরু করেছেন বিশ্বের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। প্যাট কামিন্সের পর ভারতে অক্সিজেন সরবরাহের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ব্রেট লি।

ভারতবর্ষের হাসপাতালে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান ক্রিপ্টো রিলিফকে ১ বিটকয়েন (ভারতীয় প্রায় ৪১ লাখ রুপি) অনুদান দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার। দেশটির এমন বিপর্যস্ত সময়ে পাশে এসে দাঁড়িয়েছেন লি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।

এ প্রসঙ্গে লি বলেন, ‘ভারত সবসময় আমার কাছে দ্বিতীয় বাড়ি। আমার পেশাদার ক্যারিয়ার ও অবসরের পর দুই জীবনেই ভারতের মানুষের কাছ থেকে যে মায়া ও ভালোবাসা পেয়েছি, তা হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। চলমান মহামারীতে জনগণের ভোগান্তি দেখে আমার খুবই খারাপ লাগছে। আমি একটা অবস্থানে থাকতে পেরে বিশেষ্যবোধ করি। ভারতবর্ষের হাসপাতালের অক্সিজেন সরবরাহের জন্য ক্রিপ্টো রিলিফকে ১ বিটকয়েন অনুদান দিতে চাই।’

করোনার এই মহামারীতে সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে লি বলেন, ‘এখনই সময় একতাবদ্ধ হওয়ার এবং যাদের সহযোগিতা প্রয়োজন তাদের সাহায্যে এগিয়ে আসার। এই কঠিন সময়ে সামনে থেকে যারা কাজ করছেন, সেই ফ্রন্টলাইন কর্মীদের ধন্যবাদ জানাতে চাই। সবাইকে অনুরোধ করছি, ঘরে থাকুন, নিজের যত্ন নিন, হাত ধৌত করুন এবং জরুরি প্রয়োজনে যখন বাইরে যাবেন তখন মাস্ক পরুন ও সামাজিক দূরত্ব মেনে চলুন।’

এদিকে গত সোমবার (২৬ এপ্রিল) অক্সিজেন কেনার জন্য প্রধানমন্ত্রীর ‘‌পিএম কেয়ার্স ফান্ড’‌ এ ৫০ হাজার ডলার দিয়েছেন কামিন্স। গৌতম গম্ভীর ফাউন্ডেশনে অনুদান দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উইকেটরক্ষক ব্যাটসম্যান শেলডন জ্যাকসন। আর কদিন আগে পুনেতে একটি ভ্রাম্যমান করোনা পরীক্ষাগার স্থাপন করেছেন কলকাতার অভিজ্ঞ স্পিনার হরভজন সিং। যেখানে গরিব মানুষ বিনা পয়সায় করোনা টেস্ট করাতে পারবেন।