খেলা

বাংলাদেশের গ্রুপে পা রাখলো শ্রীলঙ্কা

(Last Updated On: )

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে আট উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এর ফলে এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই সুপার টুয়েলভে বাংলাদেশের গ্রুপে পা রাখল দাসুন শানাকার দল।

৪৫ রানের মামুলি লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার পাথুম নিশাঙ্কার উইকেট হারায় লঙ্কানরা। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্র‍্যান্ডন গ্লোভারকে তুলে মারতে গিয়ে ভন মেকারেনের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন এই ওপেনার। এরপর তিনে নেমে চারিত আসালঙ্কা ছয় রান করে ফিরলেও কুশল পেরেরার ব্যাটে সহজ জয় পায় লঙ্কানরা। শেষ পর্যন্ত এই উইকেটরক্ষক ব্যাটসম্যান অপরাজিত ৩৩ রান করে ৭.১ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে নেদারল্যান্ডস। আসরের প্রথম দুই ম্যাচে দারুণ ব্যাটিং করা ম্যাক্স ডোওড এদিন ফেরেন ইনিংসের চতুর্থ বলেই। মাত্র দুই রান করে রান আউটে কাটা পড়েন এই ইনফর্ম ওপেনার।

এরপর তৃতীয় ওভারে আক্রমণে এসে জোড়া আঘাত হানেন মহেশ থিকশানা। রহস্যময় এই স্পিনার প্রথম ওভারেই বেন কোপার ও স্টেপেন মাইবুর্গকে ফিরিয়ে ভেঙে দেন ডাচদের টপ অর্ডার। পঞ্চম ওভারে বোলিংয়ে এসে ওয়ানিন্দু হাসারাঙ্গা আরও একবার ডাচ শিবিরে জোড়া আঘাত হানেন। এরপর আর ঘুড়ে দাড়াতে পারেনি তারা। দশম ওভারে লাহিরু কুমারা তিন উইকেট তুলে নিলে নেদারল্যান্ড শেষ পর্যন্ত নেদারল্যান্ড অলআউট হয় ৪৪ রানে। ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল কলিন অ্যাকারম্যান।