বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের নামে একের পর এক খোলা হচ্ছে ভুয়া ফেসবুক আইডি। এসব আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের ঝড় বয়ে যাচ্ছে। অবশেষে এসব আইডি বন্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে বোর্ড।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। এর মধ্যে ব্যবস্থাও নেওয়া হয়েছে। দু-তিনটি আইডি চিহ্নিত করা হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু আইডি দেশের বাইরে থেকে খোলা হয়েছে। সেগুলোও বন্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বলেও জানান তিনি।